বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, দগ্ধ ৮

mirpure-agnikando-9-mritto
ছবি সংগৃহীত

মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে দগ্ধ আরও ৮ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ক্যামিক্যাল গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার অক্সাইড থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এলেও হতাহতের সংখ্যা বাড়তে পারে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সাততলা পোশাক কারখানার চারতলায় আগুন লেগেছিল। তা নিয়ন্ত্রণে এলেও রাসায়নিক গুদামের আগুন পুরোপুরি নেভাতে সময় লেগেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়