
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একতা পরিবহনের শ্রমিকদের ঝামেলাকে কেন্দ্র করে মহাখালীতে সড়ক অবরোধ করেন চালক-শ্রমিকরা। রোববার দুপুরে শুরু হওয়া এ ঘটনায় পুরো এলাকায় যানজট দেখা দেয়।
রাজধানীর মহাখালীতে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। রোববার বেলা দেড়টার দিকে সড়কের দুই পাশে বাস আড়াআড়ি করে রেখে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে মুহূর্তেই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
বনানী থানার (ওসি) রাসেল সারোয়ার জানান, দুপুরে ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের ঝামেলা হয়। এ ঘটনার পর শিক্ষার্থীরা একতা পরিবহনের সাত থেকে আটটি বাস আটকে দেয়। এর জের ধরে চালক-শ্রমিকরা সড়কের দুই পাশেই অবরোধ গড়ে তোলে।
তিনি আরও জানান, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেছেন। তবে অবরোধের কারণে মহাখালী ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।