বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযানে গ্রেপ্তার ৪০

mohammadpur-geneva-camp-abhijan-arrest
ছবি সংগৃহীত

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক, অস্ত্র ও হেরোইন।

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া শাখা জানায়, অভিযানে তাদের হেফাজত থেকে আটটি ককটেল, দুইটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টা থেকে রোববার রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত টানা অভিযানে তেজগাঁও বিভাগের ১২০ জন পুলিশ সদস্য অংশ নেন। এসময় বিস্ফোরক, দেশীয় অস্ত্র ও মাদকসহ সন্দেহভাজনদের আটক করে থানায় নেওয়া হয়।

রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়