নাসির শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলরের ভাই, টুঙ্গিপাড়ায় এনসিপির পদযাত্রায় বাধা সৃষ্টি ও মহাসড়ক অবরোধের অভিযোগে শনিবার পুলিশ গ্রেফতার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বাধা সৃষ্টি ও মহাসড়ক অবরোধের ঘটনায় নাসির শেখকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
নাসির শেখ টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের ভাই। টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, মামলায় অভিযোগ রয়েছে, নাসির শেখ টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং জনমনে আতঙ্কের ঘটনা ঘটিয়েছেন।
গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মামলার তদন্ত চলমান রয়েছে। স্থানীয়রা বিষয়টি চাঞ্চল্যকর হিসেবে উল্লেখ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।