বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অবৈধ সম্পদের মামলায় স্বাস্থ্য খাতের ঠিকাদার মিঠুর ৫ দিনের রিমান্ড

obaidho-sompod-mamla-mitajjerul-islam-remand
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে আসামিকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতেই রিমান্ড কার্যক্রম শুরু হয়।

আসামিপক্ষে আইনজীবী মো. শফিকুল ইসলাম ও বোরহান উদ্দিন রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। অন্যদিকে, দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ড মঞ্জুরের আবেদন জানান। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে মিঠুকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়। এরপর দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানির জন্য ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করে মিঠুকে কারাগারে পাঠান।

মামলার নথি অনুযায়ী, আসামি অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৭৫ কোটি ৮০ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়া তার বিরুদ্ধে স্বাস্থ্য খাতে সিন্ডিকেট গড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য সরবরাহ ও উন্নয়ন কাজে প্রভাব বিস্তার এবং দেশ-বিদেশে—বিশেষত যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায়—নিজ ও পরিবারের সদস্যদের নামে অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়