Search
Close this search box.

বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসাম-মনোহরগঞ্জ ফোরামের উদ্যোগে উন্নয়ন ও পরিবর্তনের বার্তা

লাকসাম মনোহরগঞ্জ ফোরাম প্রীতি সমাবেশ ২০২৪
ছবি: সংগৃহীত

ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ফোরামের উদ্যোগে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে এক মনোজ্ঞ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের ব্যবসায়ী ফোরামের সহ-সেক্রেটারি এবং ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ফোরামের সভাপতি জনাব হামিদুর রহমান সোহাগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ. টি. এম. মাছুম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ. টি. এম. মাছুম বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল। জনগণের অধিকার ফিরিয়ে আনা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাহিলিয়াতের আধিপত্য ঠেকিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে। আওয়ামী অপশক্তি যেন পুনরায় ক্ষমতায় ফিরে আসতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ আব্দুর রব। তিনি বলেন, “সমাজের ন্যায় প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে সমাজের প্রতিটি স্তরে উন্নয়নমূলক কাজ করতে হবে।” কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মু. শাহজাহান বলেন, “সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। আমরা উন্নয়নের ধারায় ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. এ. কে. এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, ফোরামের প্রতিষ্ঠাতা এটিএম সিরাজুল হক, অধ্যাপক মুহাম্মদ রেজাউল করিম সাবেক ভিপি, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, এডভোকেট বদিউল আলম সুজন। প্রফেসর আব্দুল আলী ফারুকী, ইঞ্জিঃ আবুল বাশার, প্রফেসর আহমাদুল্লাহ, প্রফেসর জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভার আমির জয়নাল আবেদীন, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নূরুন্নবী, মুহাম্মদ জসিম উদ্দিন, ছাত্র সমন্বয়ক সাদিক আল আরমান, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মোঃ নজরুল ইসলাম । এছাড়া স্বাগত বক্তব্য রাখেন, আব্দুর রব ফারুকী, মুস্তাফিজুর রহমান শামীম, নজরুল ইসলাম হাজারী, এডঃ মুজাহিদুল ইসলাম, নাঈমুল ইসলাম শাহাদাত, সৈয়দ কামরুল হাসান, নেয়ামত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফয়েজ উল্লাহ, শাহ আলম মনির, মাওঃ মাহমুদুর রহমান, হাবিবুর রহমান মজুমদার, জনাব মহি উদ্দিন, মাইন উদ্দিন সোহাগ। আবুল হোসেন চৌধুরী, ড. উমর ফয়সাল, জহিরুল ইসলাম, বনী ইয়ামিন, এসএম মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, সেলিম মাহমুদ সোহেল, আবুল কাসেম মজুমদার, সর্দার আব্দুল কাদের, সাজিদুর রহমান শিবলী, আলী আকবর, আসাদুজ্জামান ভুট্টো, আব্দুল্লাহ আল মারুফ, মহিবুল হক ফরিদ, গাজী শাহদাত হোসাইন, আব্দুস সোবহান, সাংবাদিক মোঃ আবদুর রহমান, হাবিবুর রহমান খাঁন, মামুনুর রশিদ, জুনায়েদ বিন সিদ্দিকী, মিজানুর রহমানসহ লাকসাম মনোহরগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা দেশ গঠনে নতুন প্রজন্মের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, “শিক্ষা, নৈতিকতা এবং নেতৃত্বের গুণাবলী দিয়ে আমরা একটি সুন্দর, উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি।”

সভাপতির বক্তব্যে জনাব হামিদুর রহমান সোহাগ বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। সংগঠনের সকল সদস্যকে সৎ ও নিষ্ঠার সঙ্গে এই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।”

প্রীতি সমাবেশে মনোজ্ঞ ইসলামি সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমানমশিউর রহমান সহ কুমিল্লার স্বনামধন্য শিল্পীরা।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়