Search
Close this search box.

মঙ্গলবার- ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ড. ইউনূসের সঙ্গে বরিস তাদিচের সৌজন্য সাক্ষাৎ
ছবিঃ সংগৃহীত

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ বাংলাদেশের প্রতি তার সমর্থনের আগ্রহ প্রকাশ করেছেন। আজ (সোমবার) ঢাকায় প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

বরিস তাদিচ বলেন, “আমি এই দেশটিকে ভালোবাসি এবং যেকোনোভাবে সহায়তা করতে পারলে তা আমার জন্য গর্বের বিষয় হবে।” তিনি ড. ইউনূসের নেতৃত্ব এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রতি প্রশংসা জানান।

বৈঠকে দুই নেতা আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সমস্যা, অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বরিস তাদিচ বলেন, “বাংলাদেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে।”

বরিস তাদিচ বাংলাদেশে এসেছেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনফারেন্সে অংশগ্রহণের জন্য। কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো আঞ্চলিক সংযোগ ও সমুদ্রপথে বাণিজ্য উন্নয়ন নিয়ে আলোচনা।

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়