
রাজশাহী বিভাগের ২৭টি সংসদীয় আসনে দেওয়াল ঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। শনিবার সকাল ৯টায় রাজশাহী মহানগরের পদ্মার পাড়স্থ সীমান্ত সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন। প্রধান অতিথি ছিলেন দলের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক ফজল প্রমুখ।
নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক বলেন, “গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সুযোগ এসেছে। জুলাই সনদকে সাংবিধানিক কাঠামোর মধ্যে এনে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। কালো টাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত নির্বাচন ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসীবাদীদের বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশই হতে পারে সর্বোত্তম সমাধান।”
অধ্যাপক সিরাজুল হক যৌথবাহিনীর হাতে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং আহতদের উন্নত চিকিৎসার দাবি করেন।
প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার মোট ২৭টি আসনে দেওয়াল ঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।