চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের মাধ্যমে মূল্য স্থিতিশীল রাখা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, “সরকার ধান-চালের বাজারমূল্য সহনশীল রাখতে এবং কৃষকদের ন্যায্যমূল্য প্রদানে সবধরনের ব্যবস্থা নিয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) নীলফামারী সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও জানান, ধান-চাল সংগ্রহের জন্য এবারের মূল্য নির্ধারণ করা হয়েছে গত বছরের তুলনায় তিন টাকা বেশি। এই মূল্য নির্ধারণের সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত উৎপাদন খরচের তথ্য এবং কৃষকদের লাভের বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার বাজারে সরাসরি ক্রেতা হিসেবে প্রবেশ করে, যাতে ফসলের দাম মৌসুমে অত্যধিক হ্রাস না পায়। এই মজুদের মাধ্যমে ভবিষ্যৎ সংকটে খাদ্যশস্য সরবরাহ করা সম্ভব হয় এবং মূল্য স্থিতিশীল থাকে।
সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে আত্মবিশ্বাসী। আলী ইমাম মজুমদার বলেন, আমন ধান-চাল সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল কাদের, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানসহ বিভাগের আট জেলার প্রশাসক এবং খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।