আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে টানা বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।
বিশদ পূর্বাভাস:
বুধবার, ১৭ সেপ্টেম্বর: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে।
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর: রংপুর ও রাজশাহীতে অনেক জায়গায় এবং ঢাকাসহ অন্যান্য বিভাগে কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী ও রংপুরে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শনিবার, ২০ সেপ্টেম্বর: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন জায়গায় মাঝারি বর্ষণও হতে পারে।
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আশা করা যাচ্ছে না।