বুধবার- ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজিবি মহাপরিচালক উদ্বোধন করলেন সাতক্ষীরায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট

satkhira-water-treatment-plant-inauguration-bgb
সংগৃহীত ছবি

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উত্তর কৈখালী এস আর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পটি  উদ্বোধন করা হয়।

উপকূলীয় এলাকায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর কৈখালীতে চালু হয়েছে আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ‘সুপেয় পানি প্রকল্প’ নামের এ উদ্যোগের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী।

স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ‘সুপেয় পানি প্রকল্প’ হাতে নেওয়া হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি এবং অবকাঠামোগত সমস্যার কারণে বহুদিন ধরে সুপেয় পানির তীব্র সংকট চলছিল। দীর্ঘদিনের লবণাক্ততা ও সুপেয় পানির সংকট নিরসনে বিজিবির ‘মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ২০২৫’-এর আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

সরকারি সিলিন্ডার গ্যাস বণ্টনে দুদকের প্রাথমিক তদন্তে লুটপাটের প্রমাণ

প্রকল্পের ফলে প্রায় পাঁচ হাজার মানুষ সুপেয় পানির সুবিধা ভোগ করবেন। যশোর রিজিয়ন সদর দপ্তরের তত্ত্বাবধানে অল্প সময়ে সম্পন্ন করা হয়েছে এ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণকাজ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিজিবি মহাপরিচালক সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তর ও ভোমরা বিওপি ঘুরে দেখেন। পরে তিনি ভোমরার পুরপাতন হাটখোলা সর্বজনীন পূজা মন্দিরে গিয়ে আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসব উপলক্ষে অভিনন্দন জানান।

 

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়