
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার জেলার আশাশুনি উপজেলায় বুধহাটা ইউনিয়নের চুমুরিয়া গ্রামে ওয়াবদাহ সড়কের পাশে থেকে বিজন কুমার দে (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।ওয়াবদাহ সড়কের পাশে থেকে।
জানা গেছে নিহত বিজন কুমার পাশের পাইথালী গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে সড়কের ধারে একটি লাশ পড়ে থাকতে দেখে চুমুরিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে মুহূর্তের মধ্যেই ছুটে আসেন আশেপাশের লোকজন।
স্থানীয়রা আশাশুনি থানা পুলিশকে খবর দেন।কিছুক্ষণ পরে ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হলে ঘটনাস্থলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক তথ্য এখনো পযর্ন্ত জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট আসলে আসল তথ্য জানা যাবে বলে জানিয়েছেন
তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত বিজন কুমার দে’র পরিবারের সঙ্গে পুলিশ ও সাংবাদিকদের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা চলেছে। তবে এই মৃত্যুকে অনেকেই রহস্যজনক বলে মন্তব্য করছেন। স্থানীয়দের ধারণা, এটি স্বাভাবিক মৃত্যু না-ও হতে পারে।