
সিসা বার পরিচালনার অভিযোগে গ্রেফতার হয়েছেন আলোচিত সেলিম প্রধান। শনিবার বারিধারা থেকে তাকে আটক করে পুলিশ।
ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও অর্থপাচারে দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বারিধারায় নিজ মালিকানাধীন সিসা বার থেকে তাকে আটক করে গুলশান বিভাগের পুলিশ।
অবৈধ সম্পদ ও অর্থপাচার মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত এই ব্যবসায়ী গত বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চেয়েছিলেন। তবে দণ্ডিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়।
এর আগে ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় শাহজালাল বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে গ্রেফতার করা হয়। পরে তার বাসা ও অফিস থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও মদ জব্দ করে র্যাব।
অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন জানান, সেলিম প্রধান সিসা বারটি নিজেই পরিচালনা করছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।