বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক, প্রেস সচিবের উদ্বেগ প্রকাশ

shahidul-alam-atak-israel
ছবি সংগৃহীত

ইসরায়েলি নৌবহরে আটক বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একই সঙ্গে তিনি গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের প্রতিও দৃষ্টি রাখতে বলেছেন।

বাংলাদেশের মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) তার আটক হওয়া বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে জানিয়েছেন। তিনি বলেন, শহিদুল আলম বর্তমানে ইসরায়েলি নৌবহরে অপহৃত অবস্থায় রয়েছেন।

শফিকুল আলম শহিদুলের সাহস ও দৃঢ়তা উল্লেখ করে আশাবাদ প্রকাশ করেছেন যে, তার মানসিক শক্তি এবারও এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সহায়তা করবে। একই সঙ্গে তিনি গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের প্রতিও দৃষ্টি রাখার গুরুত্ব জানিয়েছেন।

প্রেস সচিব শহিদুল আলমসহ নৌবহরের সব যাত্রীর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। তিনি শহিদুলকে বাংলাদেশের অবিচল মানবিক চেতনার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া শহিদুল ও তার সঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়