
সারাদেশে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে মণ্ডপ প্রস্তুতি ও প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রশাসন ও স্বেচ্ছাসেবক টিম মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে।
সারাদেশে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরি ও সাজসজ্জায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। তবে পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির নেতারা।
ঝিনাইদহে এ বছর ৪৫৫টি, কুড়িগ্রামে ৫০০টি, নড়াইলে ৫২৪টি এবং ঝালকাঠির কাঁঠালিয়ায় ৪৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। স্থানীয় প্রশাসন জানায়, নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হবে। ঝুঁকিপূর্ণ মণ্ডপে বিশেষ নজরদারির ব্যবস্থাও থাকবে।
প্রতিমাশিল্পীরা জানাচ্ছেন, অর্ডার বেশি থাকায় দিনরাত কাজ করতে হচ্ছে। তবে গত বছরের মতো এ বছর এখনো প্রশাসনের দৃশ্যমান তৎপরতা কম থাকায় কিছুটা উদ্বেগ রয়েছে।
জেলা পূজা উদযাপন ফ্রন্ট ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আশাবাদ ব্যক্ত করেছেন তারা।