বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে হোটেল অভিযান: অসামাজিক কাজে আটজন গ্রেপ্তার

siddhirganj-hotel-ovijan-gr arrested
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিমরাইল কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অবস্থিত ওই হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— পূজা (২০), লিজা আক্তার (২২), নূরনাহার (২০), মো. শাহীন (৩০), মো. রাহাদ হোসেন (২৫), মো. শামীম (৪০), মো. নয়ন (২২) ও মো. রাজন মিয়া (২২)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, শিমরাইল ট্রাক স্ট্যান্ডসংলগ্ন হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। হোটেলের তৃতীয় ও চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়