চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাকে গ্যাস দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে ট্রাকের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং ফিলিং স্টেশনের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বুধবার সকাল ১০টায় সোনাইছড়ির কদম রসুল এলাকায় মেসার্স চট্টলা সিএনজি ফিলিং স্টেশনে একটি ট্রাকে গ্যাস দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক, সহকারী ও ট্রাকের পেছনের মাইক্রোবাসের ৩ যাত্রীসহ মোট ৫ জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকে গ্যাস ভর্তি করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। ট্রাকের সামনে ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে সিলিন্ডারের অংশ বিভিন্ন স্থানে ছিটকে পড়ে। বিস্ফোরণে ফিলিং স্টেশনের রিফিল মেশিন ও ক্যাশ কাউন্টারও ক্ষতিগ্রস্ত হয়।
ম্যানেজার মো. জাহেদ জানিয়েছেন, ট্রাকে থাকা সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন জানান, তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং থানা পুলিশকে খবর দিয়েছেন। দুর্ঘটনার পরে ক্ষতিগ্রস্ত ট্রাক সরিয়ে ফেলা হয় এবং ফিলিং স্টেশনের কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় চালু হয়।