সোমবার- ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

র‌্যাবেরঅভিযানে পালাতে গিয়ে পানিতে ডুবে মাদক ব্যবসায়ীর মৃত্যু

sirajganj-madok-byabosayi-mrittu
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাব-১২ এর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাওন রেজা (২৪)। তিনি উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল মন্ডলের ছেলে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, র‌্যাব-১২ এর গোয়েন্দা ইউনিটের সদস্যরা এলাকায় গেলে শাওন দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি বাড়ির পাশের ফুলজোড় নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, শাওনের বিরুদ্ধে পূর্ব থেকেই একটি মাদক মামলা ছিল। নতুন ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়