মৌলভীবাজার জেলা বিএনপির সদ্য নিযুক্ত সদস্যসচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। এসব ছবিতে তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সঙ্গে দেখা গেছে।
গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত একটি পত্রে মোহাম্মদ আব্দুর রহিম রিপনকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব হিসেবে নিযুক্ত করা হয়। এ ঘোষণার পর থেকেই তার পুরনো ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন দায়িত্ব পাওয়ার পর থেকে আব্দুর রহিমের পুরোনো রাজনৈতিক সংযোগ এবং সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন তার আগের রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে।
এই প্রসঙ্গে মোহাম্মদ আব্দুর রহিম রিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন। তিনি জানান, এই মুহূর্তে মিটিংয়ে ব্যস্ত আছি, পরে কথা বলব।
মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, এসব ছবি রাজনৈতিক প্রতিপক্ষের একটি কৌশল হতে পারে। তবে বিএনপির স্থানীয় নেতারা এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।