
সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করায় আজ রাত থেকে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও দেখা যাবে এ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা।
এ বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত চলবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দৃশ্যমান হবে এ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। আকাশ মেঘমুক্ত থাকলে খালি চোখে চাঁদকে রক্তিম আকারে দেখা যাবে, যাকে বলা হচ্ছে ‘সুপার ব্লাড মুন’।
ঢাকাসহ বাংলাদেশ থেকে পুরো গ্রহণ পর্যায়ক্রমে দেখা যাবে। আকারে সাধারণ সময়ের চাঁদের তুলনায় প্রায় সাত শতাংশ বড় এবং উজ্জ্বলতায় ১৫ শতাংশ বেশি হবে এই চাঁদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে পেনুম্ব্রাল গ্রহণ শুরু হয়ে ভোর ২টা ৫৫ মিনিটে শেষ হবে। এর মধ্যে রাত ১১টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত চলবে পূর্ণগ্রাস গ্রহণ। পুরো প্রক্রিয়া স্থায়ী হবে ৭ ঘণ্টা ২৭ মিনিট।
বিশ্বের ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত অঞ্চলজুড়ে গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ এলাকা থেকে এটি দৃশ্যমান হবে না।