বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাকসু নির্বাচন: ছাত্রশিবির সমর্থিত জোটের ২৪ দফা ইশতেহার ঘোষণা

rajshahi-raksu-nirbachon-24-dofa-ishohear
ছবি সংগৃহীত

রাকসু নির্বাচনে জয়ী হলে ২৪ দফা সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ইশতেহার প্রকাশ করা হয়।

‘১২ মাস, ২৪ সংস্কার’ শীর্ষক এ ইশতেহার পাঠ করেন ভিপি পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। এ সময় জিএস প্রার্থী ফাহিম রেজা, এজিএস প্রার্থী সালমান সাব্বিরসহ অন্যান্য প্রার্থী উপস্থিত ছিলেন।

ইশতেহারে রাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে নিয়মিত করা, ক্যাম্পাসকে ফ্যাসিবাদমুক্ত করা, গেস্টরুম ও গণরুম সংস্কৃতি বন্ধ করা, আবাসন সংকট সমাধানে অস্থায়ী ও স্থায়ী উদ্যোগ, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণ এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারসহ নানা প্রস্তাব রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত হলে শিক্ষার্থীদের স্বার্থে এসব সংস্কার নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।

সূত্রঃ বাসস

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়