Search
Close this search box.

শনিবার- ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গবেষকদের মিলনমেলায় চুয়েটে অনুষ্ঠিত হলো আইসিএসই-২০২৪

আইসিএসই ২০২৪ চুয়েট
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুরকৌশল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ‘৭ম আন্তর্জাতিক পুরকৌশল সম্মেলন (আইসিএসই-২০২৪)’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ-বিদেশের গবেষকরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন।

এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, ভূতাত্ত্বিক গবেষণাসহ পুরকৌশলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী গবেষকরা নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, সংযুক্ত আরব আমিরাতসহ ৮টি দেশ থেকে এসেছিলেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মেলনের সভাপতি ও চুয়েট পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. মো. সজীব উল্লাহ।

সম্মেলনে মোট ৪৪৭টি গবেষণাপত্র উপস্থাপিত হয়। প্রথম দিন নিউজিল্যান্ডের ওপেন পলিটেকনিকের ড. গ্রেগরি ডি কস্টা, নেদারল্যান্ডসের প্রতিনিধি মিস নিলজি কিলিয়া এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির ড. শামস তানভির মূল বক্তা হিসেবে বক্তব্য দেন।

দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডেলেইডের ড. স্কট স্মিথ, কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটির ড. আশুতোষ সূত্রধর, এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাকিব আহসান।

নিউজিল্যান্ডের ড. গ্রেগরি ডি কস্টা বলেন, চুয়েটের ল্যাবরেটরি এবং যন্ত্রপাতি পর্যবেক্ষণ করে আমি মুগ্ধ। শিক্ষার্থীরা দক্ষ এবং জ্ঞানসম্পন্ন। তারা ভবিষ্যতে ভালো মানের প্রকৌশলী হিসেবে দেশে অবদান রাখবে।

সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতার বলেন, এই সম্মেলনে ১০৮৩টি গবেষণাপত্রের মধ্যে ৪৪৭টি নির্বাচন করা হয়েছে। আমরা আশা করি, ২০২৬ সালেও একই ধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে পারবো।

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়