Search
Close this search box.

বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান ও আবু সাঈদের গল্প

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান ও আবু সাঈদের গল্প
ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই পরিমার্জন করছে। এ প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের নামের একটি নতুন গল্প। একই সাথে শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতি বাদ দিয়ে ঐতিহাসিক জুলাই বিপ্লবের ছবি ও গ্রাফিতি যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, পাঠ্যবইয়ে গণঅভ্যুত্থানের অধ্যায় সংযোজনের প্রস্তাব চূড়ান্ত করার জন্য একাধিক বৈঠক হয়েছে এবং সংশ্লিষ্টরা সর্বসম্মতভাবে একমত হয়েছেন। শিক্ষার্থীদের হাতে পরিমার্জিত বই তুলে দিতে এনসিটিবি সক্রিয়ভাবে কাজ করছে।

জুলাই অভ্যুত্থান নিয়ে অধ্যায় সংযোজন

এনসিটিবির প্রস্তাবিত এই পরিমার্জনে ২০১২ সালের শিক্ষাক্রমের আওতায় নতুন অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হবে। এনসিটিবি চেয়ারম্যান বলেছেন, জুলাই বিপ্লবের গ্রাফিতি ও কিছু প্রতীক ইতোমধ্যেই বিভিন্ন বইয়ে স্থান পেয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আরও বোধগম্য হবে।

শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতি বাদ

পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি বাদ দেয়া হচ্ছে। এই পরিবর্তনের মাধ্যমে পাঠ্যবইয়ে রাজনীতি নিরপেক্ষভাবে তুলে ধরার প্রচেষ্টা চালানো হচ্ছে।

নতুন বই সরবরাহের সময়সূচি

প্রথম ও দ্বিতীয় শ্রেণির পরিমার্জিত বই ইতোমধ্যে প্রেসে পাঠানো হয়েছে। বাকি শ্রেণির বইও পর্যায়ক্রমে ছাপানোর জন্য পাঠানো হবে। ডিসেম্বরের মধ্যে সকল বই ছাপানোর কাজ সম্পন্ন হবে বলে এনসিটিবি আশা প্রকাশ করছে, এবং জানুয়ারি মাসেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে।

এছাড়া, এনসিটিবি নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরি করতে কাজ করছে, যা ২০২৬ সাল থেকে কার্যকর হবে। তবে, এই শিক্ষাবর্ষে ২০১২ সালের শিক্ষাক্রমের উপর ভিত্তি করে পরিমার্জিত বই সরবরাহ করা হবে।

দর্শক২৪ ক্যাম্পাস নিউজ
এনসিটিবি

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়