বুধবার- ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অনিয়মের অভিযোগে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার

jacu-election-oniyom-commissioner-resignation
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনার ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। তিনি নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও ত্রুটির অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) কলাভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন অধ্যাপক মাফরুহী সাত্তার।

তিনি বলেন, নির্বাচনে অনেক অনিয়ম ও মারাত্মক ত্রুটি লক্ষ্য করেছি, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। কমিশনের অন্য সদস্যদের সঙ্গে আলোচনায় মত দিলেও তা কার্যকর হয়নি। বরং আমার প্রস্তাব পাশ কাটিয়ে ভোট গণনা শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, “এমন পরিস্থিতিতে সময় ও সুযোগের সীমাবদ্ধতার কারণে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমি নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করছি।”

জাকসু নির্বাচন ঘিরে সম্প্রতি অব্যবস্থাপনা, অনিয়ম ও অভিযোগ নিয়ে শিক্ষার্থী ও শিক্ষক মহলে ব্যাপক আলোচনা চলছে। কমিশনারের এই পদত্যাগে নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়