Search
Close this search box.

শুক্রবার- ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমির খানের অভিনয় জীবনের শেষ দশকের ইঙ্গিত

"আমির খান: অবসর নিয়ে ভাবনা, কেরিয়ারের শেষ দশকের পরিকল্পনা
আমির খান | ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান সম্প্রতি তাঁর অভিনয় জীবন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। ২০২২ সালে মুক্তি পাওয়া তাঁর শেষ চলচ্চিত্র ‘লাল সিং চড্ডা’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। সেই ব্যর্থতার পর থেকে তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। কিন্তু এবার তিনি নিজের জীবন ও কর্মজীবন নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছেন।

অভিনয় ছাড়ার চিন্তা থেকে পুনরায় ফিরে আসা

আমির জানান, অতিমারির সময় তিনি সত্যিই ভেবেছিলেন অভিনয় থেকে সরে দাঁড়াবেন। তিনি বলেন, ‘‘আমি তখন পুরোপুরি বিরতিতে ছিলাম এবং ভেবেছিলাম অভিনয় ছেড়ে দেব। কিন্তু আমার পরিবার, বিশেষত আমার মেয়ে এবং মা আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন। তাঁরা বলেন, ‘তুমি এই জগতকে আরও কিছু দিতে পারো।’’ এই কথাগুলো আমিরকে নতুন করে ভাবতে বাধ্য করে।

নতুন প্রজেক্টে ব্যস্ত আমির

অভিনয়ে ফিরে আসার পরে আমির তাঁর কেরিয়ারের শেষ অধ্যায়ে আরও বেশি প্রজেক্ট গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘‘আমি জীবনে কোনোদিন একসঙ্গে ছ’টা প্রজেক্ট নিয়ে ভাবিনি। কিন্তু এখন মনে হচ্ছে আমার অভিনয় জীবনের হয়তো আর মাত্র দশ বছর বাকি। তাই আমি নতুন পরিকল্পনা শুরু করেছি।’’

এখন তিনি একাধিক নতুন চলচ্চিত্রের জন্য কাজ করছেন এবং তাঁর দর্শকদের জন্য নতুন গল্প উপহার দিতে প্রস্তুত।

আমির খান বলিউডের এমন একজন অভিনেতা, যিনি তাঁর প্রতিটি কাজেই বিশেষ কিছু নিয়ে আসার চেষ্টা করেন। তাঁর এই নতুন শুরু এবং আগামী দশ বছরের পরিকল্পনা তাঁর ভক্তদের আরও কিছু অসাধারণ চলচ্চিত্র উপহার দেবে বলে আশা করা যায়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়