Search
Close this search box.

রবিবার- ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গানের কিংবদন্তি রুনা লায়লার জন্মদিন আজ

রুনা লায়লার জন্মদিন: সংগীত জগতে কিংবদন্তির নতুন বছর
ফাইল ছবি

আজ, ১৭ নভেম্বর, গানের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার জন্মদিন। সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী জীবনের ৭১টি বসন্ত পার করে ৭২ বছরে পা রাখলেন। বিশ্ব সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লা, যিনি বহু ভাষায় গেয়েছেন দশ হাজারেরও বেশি গান এবং ছয় দশকেরও বেশি সময় ধরে সংগীতের ভুবনে নিজের অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

গানের জগতে তার অবদান

রুনা লায়লার গানের যাত্রা শুরু হয়েছিল মাত্র ছয় বছর বয়সে মঞ্চে গান গেয়ে। আজও তিনি সমান দক্ষতায় স্টেজ শোতে গান পরিবেশন করেন। সুরকার হিসেবেও তিনি সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সুরে গেয়েছেন আশা ভোসলে, হরিহরণ, রাহাত ফতেহ আলী খান, আঁখি আলমগীরসহ অনেক প্রখ্যাত শিল্পী। সুরকার হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

জন্মদিনের অনুভূতি

জন্মদিন নিয়ে রুনা লায়লা বলেছেন, “শুরুতেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, যিনি আমাকে এখনো সুস্থ রেখেছেন। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি এবং আরও সুন্দর গান উপহার দিতে পারি।” পরিবারের সঙ্গে বিশেষভাবে দিনটি কাটানোর ইচ্ছার কথাও তিনি জানিয়েছেন।

নতুন গানের পরিকল্পনা

এই কিংবদন্তি জানান, গান নিয়েই তার সব ভাবনা। তার সুরে এবং অন্যের সুরে নতুন গান তৈরির পরিকল্পনা রয়েছে। সম্প্রতি বেতারে প্রচারের জন্য সাদেক আলীর সুরে দুটি গান করেছেন। সামনে আরও গান আসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তরুণ প্রজন্মের প্রতি ভালোবাসা

রুনা লায়লা নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের উৎসাহ দেন। তাদের গান ভালো লাগলে ফোন করে প্রশংসা জানান। তার মতে, “তরুণদের উৎসাহ দিতে হবে, কারণ একদিন তারা আমাদের জায়গা নেবে।”

তারকা দম্পতি রুনা লায়লা ও আলমগীর দেশ-বিদেশে সংগীত ও অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। রুনা লায়লার সংগীতজীবনে বহু স্মরণীয় মুহূর্ত রয়েছে। কোটি কোটি শ্রোতার ভালোবাসা তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়