Search
Close this search box.

শুক্রবার- ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘গ্লাডিয়েটর ২’

গ্লাডিয়েটর ২ মুক্তি
স্টার সিনেপ্লেক্সে ১৫ নভেম্বর মুক্তি পাবে গ্লাডিয়েটর ২

হলিউডের ইতিহাসে অন্যতম সেরা সিনেমা হিসেবে খ্যাত ‘গ্লাডিয়েটর’ দীর্ঘ দুই দশক পর আবারো ফিরে আসছে নতুন কিস্তি নিয়ে। রিডলি স্কট পরিচালিত এ সিনেমার প্রথম কিস্তি ২০০০ সালে মুক্তি পায় এবং বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার ‘গ্লাডিয়েটর ২’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে, যা বাংলাদেশের দর্শকদের জন্য বিশেষ চমক আনছে। কারণ, যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশেই স্টার সিনেপ্লেক্সে ১৫ নভেম্বর মুক্তি পাবে এই সিনেমাটি।

প্রথম কিস্তির সাফল্য এবং দ্বিতীয় কিস্তির প্রত্যাশা

‘গ্লাডিয়েটর’ সিনেমার প্রথম কিস্তি বিশ্বব্যাপী ৪৬০ মিলিয়ন ডলারের বেশি আয় করে এবং অস্কারের ১২টি মনোনয়নের মধ্যে সেরা চলচ্চিত্রসহ পাঁচটি পুরস্কার অর্জন করে। রাসেল ক্রো এবং হোয়াকিন ফিনিক্সের অসাধারণ অভিনয় সিনেমাটিকে বিশেষ করে তুলেছিল। ২৪ বছর পর রিডলি স্কট এই বিখ্যাত সিনেমার সিক্যুয়েল নিয়ে এসেছেন। এবার মূল চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা পল মেসক্যাল, যিনি লুসিয়াস ভেরাস চরিত্রে অভিনয় করেছেন।

আরো দেখুন ╰┈➤…

‘গ্লাডিয়েটর ২’ এর কাহিনী

নতুন কিস্তির গল্প আবর্তিত হয়েছে লুসিয়াস ভেরাসকে ঘিরে, যিনি কমোডাসের ভাগ্নে এবং লুসিলার ছেলে। ভেরাস ১৫ বছর নিখোঁজ থাকার পর ফিরে এসে গ্লাডিয়েটরিয়াল লড়াইয়ের নিষ্ঠুর জগতে প্রবেশ করে। সিনেমাটিতে আরও দেখা যাবে ডেনজেল ওয়াশিংটন, পেড্রো প্যাসক্যালসহ একাধিক আলোচিত তারকাকে।

ট্রেলার প্রকাশ এবং প্রতিক্রিয়া

২০২৩ সালের ৯ জুলাই সিনেমাটির তিন মিনিটের ট্রেলার প্রকাশিত হয়। রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক ঘটনাবলীকে সিনেমাটিকভাবে তুলে ধরা হয়েছে ট্রেলারে। বিশেষ করে, কলোসিয়ামে অনুষ্ঠিত জলযুদ্ধ ও গন্ডারের সঙ্গে লড়াইয়ের দৃশ্যগুলো দর্শকদের নজর কেড়েছে। ট্রেলার প্রকাশের পর মাত্র একদিনেই এর ভিউ ছাড়িয়ে যায় ১ কোটি ১৬ লাখ, যা প্রমাণ করে দর্শকদের বিপুল আগ্রহ।

নির্মাতা রিডলি স্কটের অভিমত

নির্মাতা রিডলি স্কট জানিয়েছেন, ‘গ্লাডিয়েটর ২’ সিনেমার চিত্রনাট্য তার আবেগকে ছুঁয়ে গেছে। প্রথম কিস্তির পরিপূর্ণ সৃজনশীলতার কোনো আফসোস নেই তার, তবে এই নতুন গল্পটি তাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৩১০ মিলিয়ন ডলার এবং সবার প্রশ্ন—এবারের সাফল্য কি আগের কিস্তিকে ছাড়িয়ে যাবে? সে উত্তর জানতে অপেক্ষা করতে হবে মুক্তির দিন পর্যন্ত।

সর্বশেষ সংবাদ দেখতে╰┈➤…

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়