Search
Close this search box.

শুক্রবার- ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি আরবে জেমসের কনসার্টে প্রবাসীদের উচ্ছ্বাস

সৌদি আরবে জেমস কনসার্ট
ছবিঃ সংগৃহীত

সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো জেমস তার সুরের জাদুতে মুগ্ধ করলেন সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের। রিয়াদের আল-সুওয়াইদি পার্কে ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের কনসার্টে শুক্রবার সন্ধ্যায় অংশ নেন নগর বাউলের এই কিংবদন্তি।

কনসার্টে ছিল তিল ধারণের ঠাঁই নেই। পুরো পরিবেশ যেন এক টুকরো বাংলাদেশে রূপ নিয়েছিল। মাথায় লাল গামছা, পরনে কালো টি-শার্ট এবং নীল জিন্সে মঞ্চ মাতান জেমস। একের পর এক জনপ্রিয় গান পরিবেশনে মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। বেজে ওঠা গিটারের সুরে প্রবাসীদের কণ্ঠে তৈরি হয় উচ্ছ্বাসের ঢেউ। জেমস বলেন, “এত সুন্দর আয়োজন ও বিপুল দর্শক দেখে আমি সত্যিই অভিভূত। প্রবাসীদের জন্য গান পরিবেশন করতে পেরে আমি গর্বিত।”

এই কনসার্টে প্রবাসী বাংলাদেশিদের অভূতপূর্ব সমাগম দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, সৌদিতে এমন আয়োজনে আগে কখনো এত বাঙালির অংশগ্রহণ হয়নি। প্রবাসীদের কষ্টের জীবনে কিছুটা আনন্দ দিতে পেরে জেমস বলেন, “রেমিট্যান্সযোদ্ধারা কঠোর পরিশ্রম করেন। তাদের জন্য কিছু আনন্দের মুহূর্ত তৈরি করতে পেরে আমি ধন্য।”

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জেমস জানান, প্রবাসী বাংলাদেশি তরুণদের মাঝে সংস্কৃতির মেলবন্ধন তৈরি করতে বারবার সৌদি আরবে আসতে চান। তিনি বলেন, “আমি প্রবাসী ভাই-বোনদের ধন্যবাদ জানাই। তারা আমার গান পছন্দ করেছে, তাদের সাথেই আমি বারবার যুক্ত হতে চাই।”

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়