বছরের অন্যতম বড় উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢালিউডে সিনেমার মুক্তির হিড়িক পড়ে যায়। দর্শকদের বিনোদনের চাহিদা এবং ব্যবসায়িক দিক বিবেচনায় নির্মাতারা বছরের অন্যান্য সময়ের চেয়ে ঈদে সিনেমা মুক্তি দিতেই বেশি আগ্রহী থাকেন। এবারও এর ব্যতিক্রম নয়। আসন্ন ঈদে মুক্তির তালিকায় রয়েছে চারটি বহুল আলোচিত সিনেমা— বরবাদ, জংলি, দাগি এবং জ্বীন ৩। ইতোমধ্যেই এসব সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ও কৌতূহল দেখা গেছে।
বরবাদ: শাকিব খানের অ্যাকশন অবতারে চমক
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা বরবাদ এবারের ঈদে সবচেয়ে বেশি আলোচনায়। তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এটি তার প্রথম সিনেমা। টিজার প্রকাশের পর থেকেই দেশ-বিদেশের দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এতে শাকিব খানের লুক ও অ্যাকশন স্টাইল অনেকটা বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার ছোঁয়া দিয়েছে বলে মত দিয়েছেন দর্শকরা।
প্রেক্ষাগৃহ মালিকরাও বরবাদ নিয়ে দারুণ আশাবাদী। তারা মনে করছেন, গত বছর ছাত্র-জনতার আন্দোলনের পর সিনেমা হলগুলো দর্শক সংকটে পড়লেও, শাকিব খানের এই সিনেমা দিয়ে আবার হলগুলো চাঙা হবে। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইধিকা পাল ও যীশু সেনগুপ্ত।
জংলি: সিয়াম আহমেদের নতুন রূপ
পরিচালক এম রাহিমের নতুন সিনেমা জংলি এবার ঈদে মুক্তির তালিকায় আছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি। সিনেমাটির প্রথম লুক প্রকাশের পরই সিয়ামের লুক নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, প্রিন্স মাহমুদের সুরে তাহসান ও আতিয়া আনিশার গাওয়া জনম জনম গানটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
পরিচালক এম রাহিম এর আগে শান সিনেমার মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছিলেন। এবারও জংলি দিয়ে তিনি চমক দেখাতে পারেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এটি হতে পারে সিয়াম আহমেদের ক্যারিয়ারের নতুন টার্নিং পয়েন্ট।
দাগি: আফরান নিশোর কামব্যাক
২০২৩ সালে সুড়ঙ্গ দিয়ে বড়পর্দায় অভিষেকের পর থেকেই আফরান নিশোকে সিনেমায় দেখা যাচ্ছিল না। তবে এবারের ঈদে তিনি ফিরছেন শিহাব শাহীনের পরিচালনায় দাগি সিনেমা নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল।
সিনেমাটির শুটিং শেষ হলেও এখনো আনুষ্ঠানিকভাবে লুক, গান বা টিজার প্রকাশ করা হয়নি, যা নিয়ে দর্শকদের কৌতূহল রয়েছে। অনেকে মনে করছেন, গত বছর প্রিয়তমা ও সুড়ঙ্গ-এর মতো এই ঈদেও বরবাদ ও দাগি সিনেমার মধ্যে প্রতিযোগিতা হতে পারে।
জ্বীন ৩: ভৌতিক সিনেমার ধারাবাহিকতা
ভৌতিক ঘরানার সিনেমা জ্বীন ৩ মুক্তির তালিকায় রয়েছে। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। এটি মূলত জ্বীন এবং জ্বীন ২ সিনেমার সিকুয়েল।
সম্প্রতি প্রকাশিত পোস্টারে দেখা যায়, সাদা কাপড়ে মোড়ানো এক শিশুর চোখ সাদা হয়ে আছে, যার চারপাশে ধোঁয়া ও আগুনের ছোঁয়া রয়েছে। এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, সজল ও নাদের চৌধুরী। সংশ্লিষ্টদের মতে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হওয়ায় সিনেমাটি দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এই চারটি সিনেমা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। বরবাদ, জংলি, দাগি এবং জ্বীন ৩— প্রতিটি সিনেমাই ভিন্ন ঘরানার, যা দর্শকদের জন্য ভিন্নধর্মী বিনোদন দেবে। এবার দেখা যাক, ঈদুল ফিতরে কোন সিনেমা দর্শকদের মনে বেশি জায়গা করে নিতে পারে!