Search
Close this search box.

বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফজলুর রহমান বাবুর সঙ্গে অভিনয়ে আলোচিত সাবরিনা

ফজলুর রহমান বাবুর সঙ্গে অভিনয়ে সাবরিনা
ছবিঃ সংগৃহীত

পেশায় চিকিৎসক হলেও, অভিনয়ে আবারও নতুন করে যাত্রা শুরু করেছেন আলোচিত ও সমালোচিত ডা. সাবরিনা। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর সঙ্গে তিনি ‘অভিমানে তুমি’ শিরোনামের নাটকে অভিনয় করেছেন। এ নাটকটি পরিচালনা করেছেন এসকে শুভ। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

ডা. সাবরিনা এর আগে পনেরো বছর আগে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন। তবে পেশাগত ব্যস্ততার কারণে তিনি আর অভিনয়ে সময় দিতে পারেননি। এবার দীর্ঘ বিরতির পর নতুন করে অভিনয়ে ফিরে এসেছেন।

অভিনয় নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সাবরিনা বলেন, “আমি যেকোনো কাজ খুব সিরিয়াসভাবে করি। অভিনয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। পরিচালক যেভাবে চরিত্র বুঝিয়ে দিয়েছেন, আমি সেভাবেই কাজ করার চেষ্টা করেছি।”

অভিনয়ের চ্যালেঞ্জ নিয়ে তিনি আরও বলেন, “অভিনয় একটি চ্যালেঞ্জিং মাধ্যম। যেহেতু এই জায়গায় আমার ভালো লাগা ছিল, তাই দেরিতে হলেও নতুনভাবে অভিনয়ের অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি।”

ফজলুর রহমান বাবুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে সাবরিনা বলেন, “বাবু ভাই ভীষণ সহযোগিতাপরায়ণ। তার সঙ্গে কাজ করা সহজ হয়েছে, এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।”

নাটকটির নির্মাতা জানিয়েছেন, এটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে। দর্শকদের কাছ থেকে নাটকটি নিয়ে প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় আছেন তিনি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়