ঢাকাই এবং টলিউড সিনেমায় সমানভাবে সফল অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০১৫ সালে "আশিকী" সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী বর্তমানে নিজের কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে সরব।
২০২০ সালে দীর্ঘ ১০ বছরের প্রেমের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে বাগদান করেছিলেন তিনি। তবে এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে নুসরাত একাই জীবনযাপন করছেন এবং নতুন কোনো সম্পর্কে জড়াননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া তার ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কে নিজের চাওয়া-পাওয়ার কথা স্পষ্ট করেছেন।
নুসরাত ফারিয়ার মতে, তার ভবিষ্যৎ সঙ্গী হতে হবে অত্যন্ত শিক্ষিত এবং ব্যক্তিত্বসম্পন্ন। তিনি বলেন, “যে ব্যক্তি আমার জীবনসঙ্গী হবে, তাকে অবশ্যই স্মার্ট এবং নারীদের সম্মান করতে জানতে হবে। তার ব্যক্তিত্ব থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি কিছু বলার আগেই যেন সে চোখের ইশারায় সব বুঝে ফেলে।”
নুসরাত আরও জানান, ভবিষ্যতে নতুন সম্পর্কে জড়ালে তিনি খুব বেশি সময় নেবেন না। তার ভাষায়, “এবার প্রেম করলে বেশি সময় নষ্ট করব না। অল্প সময়ের মধ্যে প্রেম করে বিয়ের সিদ্ধান্ত নেব। তবে তার আগে নিশ্চিত হব, সে ভালো মানুষ কি না।”
বর্তমানে নুসরাত ফারিয়া চলচ্চিত্র এবং বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি তাকে "বিবাহ অভিযান" সিনেমায় দেখা গেছে, যা টলিউডে মুক্তি পেয়েছে। এছাড়া সুড়ঙ্গ সিনেমায় একটি জনপ্রিয় আইটেম গানে তার নাচ দারুণভাবে প্রশংসিত হয়েছে।