সৌদি আরব বিশ্ব চলচ্চিত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্য পূরণে নিওম মিডিয়া হাব ও হাকাওয়াতি এন্টারটেইনমেন্ট যৌথভাবে ৯টি সিনেমা তৈরির চুক্তি করেছে। সৌদি আরবের এই উদ্যোগ বিনোদন খাতে তাদের আন্তর্জাতিক অবস্থানকে সুদৃঢ় করার অংশ।
নিওম এন্টারটেইনমেন্টের প্রধান মাইকেল লিঞ্চ জানান, এই অংশীদারিত্ব সৌদি আরবের মিডিয়া শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি দেশের অভ্যন্তরে একটি বিশ্বমানের মিডিয়া হাব তৈরিতে সহায়তা করবে।
২০২৫ সালের মধ্যে নিওমে ‘হাকাওয়াতি কমিউনিটি’ প্রতিষ্ঠা করা হবে। এই কমিউনিটি সৌদি আরবের সৃজনশীল ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে এবং বিশ্বব্যাপী শিল্প ও সংস্কৃতির সঙ্গে যোগসূত্র স্থাপন করবে। এর মাধ্যমে বিনোদন খাতের ব্যবসায়িক দিকটিকে আরও সম্প্রসারণ করা হবে।
হাকাওয়াতি এন্টারটেইনমেন্টের সিইও অসামা আলখুরাইজি বলেন, আমাদের উদ্যোগ সৌদি আরবকে বৈশ্বিক বিনোদন শিল্পে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে তুলবে। এটি দেশের চলচ্চিত্র নির্মাণ ব্যবস্থাকে শক্তিশালী করবে।
এরই মধ্যে সৌদি আরবে কয়েকটি আন্তর্জাতিক সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। যেমন, ১৫০ মিলিয়ন ডলার বাজেটের অ্যাকশন থ্রিলার ‘ডেজার্ট ওয়ারিয়র’, যেখানে অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি।
নিওমে আরও কিছু আন্তর্জাতিক সিনেমা ও টিভি সিরিজের শুটিং হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য: বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘ডাঙ্কি’, এমবিসি স্টুডিওসের প্রযোজনায় ফ্যান্টাসি সিরিজ ‘রাইজ অফ দ্য উইচেস’, হাকাওয়াতি এন্টারটেইনমেন্ট ইতোমধ্যে ‘উরিম’, ‘খুরাইস’, এবং ‘কাট’ নামক সৌদি সিনেমা ও টিভি শো নির্মাণ করে প্রশংসিত হয়েছে।
নিওমে নির্মাণ হতে যাওয়া সিনেমাগুলো সৌদি আরবের ৪০%+ ক্যাশ রিবেট প্রোগ্রামের সুবিধা গ্রহণ করবে। নিওমের আধুনিক সুবিধা এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এগুলো নির্মাণ করা হবে।