Search
Close this search box.

বুধবার- ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌসুমী চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ: এক অভিনয় যাত্রার গল্প

মৌসুমী চট্টোপাধ্যায় স্মৃতিচারণ
ছবিঃ সংগৃহীত

বাংলা সিনেমার স্বর্ণযুগে নিজের অভিনয় দিয়ে সকলের মন জয় করা অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় তার দীর্ঘ অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সম্প্রতি। ৭৬ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে খুব বেশি কাজ করছেন না, তবে সম্প্রতি ‘আড়ি’ নামে একটি বাংলা সিনেমায় অভিনয় শুরু করেছেন। এই সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাই থেকে কলকাতায় আসেন তিনি। এক সাক্ষাৎকারে মৌসুমী তার জীবনের নানা ঘটনাপ্রবাহ শেয়ার করেছেন।

মৌসুমী চট্টোপাধ্যায়ের অভিনয়জীবন শুরু হয় খুবই অল্প বয়সে। তরুণ মজুমদারের পরিচালিত ‘বালিকা বধূ’ সিনেমা দিয়ে তার অভিষেক হয়। এই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘তখন খুব ছোট ছিলাম। পরিচালকরা আমাকে কিশোরীর মতো দেখানোর জন্য বাড়তি প্যাড ব্যবহার করতেন। একদিন শুটিং শেষে অজান্তেই পরিচালকের সামনে পোশাক খুলতে শুরু করি। এতটাই ছোট ছিলাম যে বুঝতেই পারিনি কী করছি। তরুণ মজুমদার তখন রেগে গিয়ে চিৎকার করে বলেন, ওকে ভিতরে নিয়ে যাও। সে দিন ভয় পেয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলেছিলাম।

মৌসুমী তার ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন। অল্প বয়সেই তার বিয়ে হয় এবং তিনি স্বামীকে একজন রোমান্টিক মানুষ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমার স্বামী বিয়ের পরেও প্রচুর প্রেম করেছেন। তবে আমিও ফ্লার্ট করেছি। এমনকি শাবানা আজমি আমাকে বলেছেন, “মৌসুমী ছয় বছর হোক কি ষাট বছর, সবার সঙ্গেই ফ্লার্ট করবে।”’

বাংলা সিনেমায় সাফল্যের পর বলিউডেও পা রাখেন মৌসুমী। সত্তরের দশকে তিনি বলিউডের অন্যতম সফল অভিনেত্রী ছিলেন। অমিতাভ বচ্চন, রাজেশ খান্না এবং ধর্মেন্দ্রর মতো অভিনেতাদের সঙ্গে কাজ করে তিনি নিজের অবস্থান আরও দৃঢ় করেন।

বর্তমানে মৌসুমী অভিনয়ে খুব বেশি সক্রিয় না থাকলেও মাঝে মাঝে বড় পর্দায় তাকে দেখা যায়। সদ্য শুরু হওয়া ‘আড়ি’ সিনেমার কাজ নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। সিনেমার শুটিং নিয়ে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এই প্রবীণ অভিনেত্রী।

 

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়