বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পরিচালক হিসেবে অভিষেক আরিয়ান খানের, ট্রেলারেই চমক

aryan-khan-web-series-bollywood
ছবি সংগৃহীত

তারকাবহুল ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে আরিয়ান খানের। ৮ সেপ্টেম্বর প্রকাশিত ট্রেলারে শাহরুখ, সালমান ও আমিরসহ বলিউড তারকাদের চমক ভরপুর।

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর ট্রেলার মুক্তি পেয়েছে ৮ সেপ্টেম্বর।

গৌরী খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিরিজটি সহনির্মাণ করেছেন বিলাল সিদ্দিকী ও মানব চৌহান। আগামী ১৮ সেপ্টেম্বর এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকরা প্রশংসা করছেন আরিয়ানের পরিচালনার ধরন এবং গল্প বলার স্টাইল।

ট্রেলারে দেখা গেছে লক্ষ্য অভিনীত আসমান সিং নামের এক তরুণের গল্প, যে স্বপ্ন দেখে সুপারস্টার হওয়ার। যাত্রাপথে তাকে পোহাতে হয় নানা সংঘাত, প্রেম এবং প্রতিযোগিতা। ড্রামা, নাচ-গান ও রঙিন বলিউডি বিনোদনে ভরপুর এই সিরিজে চমক হিসেবে থাকছেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহরসহ শীর্ষ তারকারা ক্যামিও চরিত্রে।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, মনোজ পাওয়া, মণীশ চৌধুরী, মোনা সিং, বিজয়ন্ত কোহলি প্রমুখ।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়