
পুরান ঢাকার ঐতিহ্য, কৃষ্টি ও প্রেমের রঙে রঙিন হতে যাচ্ছে বড় পর্দা। পরিচালক জাহিদ হোসেন শুরু করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘ঢাকাইয়া দেবদাস’। শুক্রবার রাজধানীর একটি ক্লাবে আয়োজিত মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ছবিটি।
ছবির মূল চরিত্রে অভিনয় করবেন শবনম বুবলী ও আদর আজাদ। নির্মাতা জানিয়েছেন, এটি শুধু প্রেমের গল্প নয়, বরং পুরান ঢাকার মানুষের জীবন, সমাজ ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি।
জাহিদ হোসেন বলেন, “জাতি, ধর্ম ও সংস্কৃতিভিত্তিক চলচ্চিত্র আমাদের দেশে বিরল। অথচ পুরান ঢাকা এমন এক জায়গা, যেখানে সব সম্প্রদায়ের সহাবস্থান-এখানে ঈদ, পূজা, নববর্ষ, সাকরাইন-সব উৎসবেই একসাথে অংশ নেয় সবাই। এই চিত্রই ফুটে উঠবে ‘ঢাকাইয়া দেবদাস’-এ।”
তিনি আরও জানান, সিনেমাটিতে থাকবে ঢাকাবাসীর পারিবারিক রীতিনীতির নানা অধ্যায়-নবজাতক উৎসব, নাক-কান ফোঁড়ানো, সুন্নতে খতনা, মাজার শরিফ জিয়ারত থেকে শুরু করে শিয়াদের হোসেনি দালান পর্যন্ত সবকিছু। গানেও থাকবে বৈচিত্র্য-নববর্ষের গান, কাওয়ালি, কাসিদা, শোকের গান এবং প্রেমের ছন্দময় সংগীত।
আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুটিং শুরু হবে ‘ঢাকাইয়া দেবদাস’-এর। এতে বুবলী ও আদর ছাড়াও অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।
চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিবেশনায় থাকছে এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।





















