ভারতের তামিলনাড়ুর এক জনসভায় ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। রাজনীতিতে আত্মপ্রকাশকারী অভিনেতা থালাপতি বিজয়ের এই জনসভায় হঠাৎ জনসমাগমে বিশৃঙ্খলা দেখা দেয়, যার ফলে বহু মানুষ মাটিতে পড়ে গিয়ে পদদলিত হন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পর প্রধানমন্ত্রীর পাশাপাশি সুপারস্টার রজনীকান্ত ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি শোক প্রকাশ করেছেন।
স্থানীয় সময় অনুযায়ী রাতের দিকে এই ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে সমবেদনা ও জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
আমার হৃদয় ভেঙে গেছে, অসহ্য যন্ত্রণা ও দুঃখে আমি কাতর এ কথা থালাপতি বিজয় জানিয়েছেন। অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় পদদলনের ঘটনায় হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবার ও আহতদের জন্য আমার গভীর সমবেদনা জানিয়েছেন তামিল ভাষায় এক টুইটে মাধ্যমে।
থালাপতি বিজয়ের জনসভায় এবার পদদলনের ঘটনায় বিশৃঙ্খলা ও প্রাণহানির মর্মান্তিক ঘটনাটি ঘটে। তবে এটি প্রথম নয়, চলতি মাসের শুরুতেই ত্রিচি শহরে তার এক জনসমাবেশের সময়ও ব্যাপক জনসমাগমে শহরজুড়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।
দায়িত্বে অবহেলার অভিযোগে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে থালাপতি বিজয়কে গ্রেফতারের দাবি জানিয়েছে। বিজয়ের জনসভায় নিরাপত্তার দায়িত্বে অবহেলা দেখা গেছে বলে জানা যায়, এ কারণে তারা তাকে গ্রেফতারের দাবি তুলেছে, যাতে দায়িত্বহীনতার জন্য বিচার করা হয়।