শনিবার- ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্কার জিততে চলেছেন ডোয়াইন জনসন

dwayne-johnson-venice-film-festival-the-smashing-machine
ছবি সংগৃহীত

বাস্তব জীবনের কুস্তিগির মার্ক কেরের গল্প নিয়ে নির্মিত দ্য স্ম্যাশিং মেশিন ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সিনেমাটিতে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে ডোয়াইন জনসন পেলেন ১৫ মিনিটের দাঁড়িয়ে করতালি।

চলচ্চিত্রে জনসন অভিনয় করেছেন নব্বইয়ের দশকের কিংবদন্তি কুস্তিগির ও দুইবারের ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন মার্ক কেরের ভূমিকায়। তার জীবনের সাফল্য, সংগ্রাম ও মানসিক দ্বন্দ্ব ঘিরেই নির্মিত হয়েছে সিনেমাটি। বেনি সাফদি পরিচালিত এ ছবিতে কেরের প্রেমিকা ডন স্ট্যাপলস চরিত্রে আছেন এমিলি ব্লান্ট। পর্যবেক্ষকদের মতে, এই মুহূর্তটি উৎসবের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অনেকের ধারণা, দ্য স্ম্যাশিং মেশিন জনসনকে অস্কারের দৌড়েও এগিয়ে নিতে পারে। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মুক্তি পাবে নভেম্বর মাসে।

ইতালির ভেনিসে চলমান ৮২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবেগঘন এক মুহূর্তের জন্ম দিলেন হলিউড তারকা ডোয়াইন জনসন। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে তার অভিনীত দ্য স্ম্যাশিং মেশিন প্রদর্শনের পর দর্শকরা দাঁড়িয়ে টানা ১৫ মিনিট করতালি দেন। উৎসবের ইতিহাসে এটি দীর্ঘতম করতালির রেকর্ড।

প্রদর্শনী শেষে জনসন, ব্লান্ট ও পরিচালক সাফদি একে অপরকে জড়িয়ে ধরেন এবং আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি। এমনকি উপস্থিত আসল মার্ক কেরও কেঁদে ফেলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়