বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রথম সন্তানের সুখবর জানালেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল

katrina-vicky-pratham-shantan-sukhobor
ছবি সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বার্তায় জীবনের নতুন অধ্যায়ের সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তারা।

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথম সন্তানের সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বার্তায় তারা জানান, জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তারা। আনন্দ ও কৃতজ্ঞতায় ভরা বার্তায় ক্যাটরিনা ও ভিকি লিখেছেন, “আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি। হৃদয় ভরা আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে আমরা এই সুখবর শেয়ার করছি।”

খবর প্রকাশের পর মুহূর্তেই অভিনন্দন বার্তায় ভরে যায় তারকাজুটির পোস্টের মন্তব্য ঘর। বিয়ের পর থেকেই ভক্তদের কাছে এই খবরটি ছিল সবচেয়ে প্রত্যাশিত। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকে একসঙ্গে নানা মুহূর্ত ভাগাভাগি করে আসছেন তারা। এবার প্রথম সন্তানের সুখবর জানিয়ে আবারও ভক্তদের মন জয় করলেন বলিউডের অন্যতম প্রিয় এই দম্পতি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়