শনিবার- ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘আমার কারও সঙ্গে টিউন হয়নি’— বিয়ে প্রসঙ্গে মারজুক রাসেল

marzuk-russell-biye-prem-proshongo
ছবি সংগৃহীত

অভিনয়, লেখা-লেখি, কবিতা ও গানে সমান পারদর্শী রুপালী পর্দার জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল। তবে ব্যক্তিজীবনের সবচেয়ে আলোচিত প্রশ্ন—কেন তিনি বিয়ে করেন না? সেই প্রশ্নের উত্তর এবার নিজেই দিলেন এই অভিনেতা।

দাম্পত্য প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯৬ সালে বিয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু ‘ম্যাচ’ না হওয়ায় তা টেকেনি। তার মতে, দাম্পত্য আর সংসার এক বিষয় নয়। একলাই সংসার করা যায়, তবে তিনি সংসারবিমুখ নন—নানু, মা, ভাই-বোনদের নিয়ে তার সংসার চলছে।

সম্প্রতি মারজুক রাসেল বলেন, জীবনে নারী সঙ্গীর আলাদা প্রয়োজন নেই, কারণ প্রকৃতির নিয়মেই নারী-পুরুষ একে অপরের সঙ্গে যুক্ত। তবে তার ব্যক্তিজীবনে এখনো ‘টিউন’ মেলেনি বলেই বিয়ে করা হয়নি। কিন্তু প্রেমিকা ছিলেন, নাম জেরিন, যাকে নিয়ে নাটক-সিনেমা ও বিজ্ঞাপনেও কাজ করেছেন। তবে সেই সম্পর্ক ছিল একতরফা। এখন আর যোগাযোগ নেই, তবে খোঁজখবর রাখেন।

প্রেম প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি জানাতে গিয়ে মারজুক বলেন, তিনি সবসময় প্রেমে থাকেন। এক প্রেম থেকে আরেক প্রেমে যাওয়া যায় না, এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে যায়। জোর করে ঘটানো প্রেমকে তিনি অপ্রাকৃতিক মনে করেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়