বুধবার- ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘অনেক স্বার্থপর বাবা দেখেছি’— স্ট্যাটাসে শাহরিয়ার নাজিম জয়

shahriar-nazim-joy-acting-to-hosting
ছবি সংগৃহিত

অভিনয় ক্যারিয়ারে প্রত্যাশিত সাফল্য না পেলেও উপস্থাপনায় নতুন করে জায়গা করে নিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। জনপ্রিয় কয়েকটি টিভি শোর মাধ্যমে দর্শকের কাছে হয়ে উঠেছেন পরিচিত মুখ। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি তুলে ধরেছেন বাবা ও প্রজন্ম নিয়ে নিজের ভাবনা।

রুপালি পর্দায় সাফল্য না পাওয়ায় জয় ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে আসেন। তবে টিভি পর্দায় উপস্থাপক হয়ে নতুনভাবে জায়গা করে নেন। একইসঙ্গে সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয়, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত শেয়ার করে থাকেন নিয়মিত।

সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে জয় লিখেছেন—“আমার জীবন যেমন তেমন তোর জীবনটা আগে। দাদা ভেবেছিল বাবার কথা। বাবা ভেবেছিল আমার কথা। আমি ভাবছি তাদের কথা। … তবে অনেক স্বার্থপর বাবা দেখেছি, যারা কেবল নিজেদের নিয়েই ভাবে।”

একসময়ের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় অভিনয় থেকে সরে গিয়ে টেলিভিশন উপস্থাপনায় অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। গত প্রায় পাঁচ বছরে তিনি দর্শকদের উপহার দিয়েছেন জনপ্রিয় শো ‘সেন্স অব হিউমার’, ‘৩০০ সেকেন্ড’সহ একাধিক অনুষ্ঠান।

শাহরিয়ার নাজিম জয় মনে করেন, জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করা যেমন জরুরি, তেমনি নিজের জন্য বাঁচাটাও সমান গুরুত্বপূর্ণ। তাই উপস্থাপনা ও সামাজিক মাধ্যমে নিয়মিত উপস্থিতির মধ্য দিয়ে তিনি দর্শকদের সঙ্গে সংযোগ রেখে চলেছেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়