Search
Close this search box.

বুধবার- ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দীর্ঘ ১০ বছর পর শাকিব খানের ছবিতে আসিফ আকবরের গান

দীর্ঘ ১০ বছর পর শাকিব খানের ছবিতে আসিফ আকবরের গান
ছবিঃ সংগৃহীত

একসময় ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমায় নিয়মিত গাইতেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিশেষ করে ২০১৫ সালের আগ পর্যন্ত বেশ কয়েকটি সিনেমায় আসিফের গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে দীর্ঘ এক দশক পর আবারও শাকিব খানের সিনেমায় শোনা যাবে তার কণ্ঠ।

শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা ‘বরবাদ’-এ একটি রোমান্টিক গান গাইবেন আসিফ আকবর। সিনেমার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শাকিব খান নিজেই ফোন করে তাকে গাওয়ার অনুরোধ করেছেন। শিগগিরই গানটির রেকর্ডিং হবে এবং এটি সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করা হবে।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজাবাবু – দ্য পাওয়ার’ সিনেমার ‘সেলফি’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আসিফ আকবর ও তানজিনা রুমা। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ইউটিউবে কোটিরও বেশি ভিউ অর্জন করে। এরপর থেকে শাকিব খানের সিনেমায় আসিফ আকবরের কণ্ঠ আর শোনা যায়নি।

দীর্ঘ ১০ বছর পর ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে সেই শূন্যতা পূরণ হতে চলেছে। সিনেমাটির শুটিং প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বাকি রয়েছে শুধু এই রোমান্টিক গানটির দৃশ্যধারণ।

মাসুদ পথিক পরিচালিত ‘বরবাদ’ সিনেমাটি আসন্ন রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর-এর মতো শক্তিশালী অভিনেতারা।

এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি আসিফ আকবর। তবে তার অনুরাগীরা দারুণ উচ্ছ্বসিত এবং অপেক্ষায় আছেন শাকিব-আসিফ জুটির নতুন রোমান্টিক গান শোনার জন্য।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়