বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি তার মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে, সন্তান জন্ম দেওয়া একটি কঠিন এবং জটিল অভিজ্ঞতা, যা আনন্দদায়ক নয় বরং অনেক কষ্টের। তিনি জানান, মা হওয়ার সিদ্ধান্ত তিনি উত্তেজনার বশে নিয়েছিলেন, তবে পরে বুঝতে পেরেছেন এটি ভুল হতে পারে।
সংবাদমাধ্যমে রাধিকা বলেন, মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে আমার দ্বিধা ছিল। অন্তঃসত্ত্বা হওয়া এবং সন্তানের জন্ম দেওয়া সহজ নয়। এর ফলে শরীরে যে পরিবর্তন আসে, তা মানসিক ও শারীরিকভাবে প্রভাব ফেলে। এই বিষয়গুলো সম্পর্কে আগে থেকে জানা থাকলে হয়তো সিদ্ধান্তটি ভেবে দেখতাম।
রাধিকা আরও জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর তার শরীরে নানা পরিবর্তন আসে, যা তাকে অবাক করেছে। তিনি বলেন, “মাতৃত্বের যাত্রা একদম সহজ নয়। কিছু মানুষ হয়তো এটি উপভোগ করেন, কিন্তু আমার অভিজ্ঞতা কঠিন ছিল।”
ইনস্টাগ্রামে সন্তানের সঙ্গে একটি ছবি শেয়ার করে রাধিকা তার মাতৃত্বের খবর প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, সন্তানকে কোলে নিয়ে ল্যাপটপে কাজ করছেন তিনি। ক্যাপশনে রাধিকা লেখেন, “আমাদের এক সপ্তাহ বয়সী শিশুকে কোলে নিয়ে প্রথম মিটিং সারলাম।” তবে সন্তানের লিঙ্গ নিয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।
রাধিকা আপ্তে ২০১২ সালে ব্রিটিশ সুরকার বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন। দীর্ঘ ১২ বছর পর ২০২৪ সালে তিনি মা হয়েছেন।
রাধিকার মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন, ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য রাখতে গিয়ে হতাশা থেকে তিনি এমন মন্তব্য করেছেন। আবার অনেকে তার সাহসিকতার প্রশংসা করেছেন, কারণ তিনি নিজের মতামত খোলামেলা প্রকাশ করেছেন।