Search
Close this search box.

শনিবার- ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিল্লির স্কুলে অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের চিহ্নিত করতে নির্দেশনা

দিল্লির স্কুলে অবৈধ অভিবাসী শিক্ষার্থীরা
ছবিঃ সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলোকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)। এছাড়া ভর্তির সময় শিক্ষার্থীদের পরিচয় যাচাই ও সঠিকভাবে নথিভুক্ত করার জন্য কড়া নির্দেশনাও দেওয়া হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই, টাইমস অব ইন্ডিয়া ও ডেকান হেরাল্ডের পৃথক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, দিল্লি সরকারের প্রিন্সিপাল সেক্রেটারির সভাপতিত্বে একটি ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন ঘোষণা দেয়, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাদের স্কুলে চিহ্নিত করতে হবে। একইসঙ্গে এই অভিবাসীদের জন্ম সনদ প্রদানের বিষয়েও কঠোরতা আরোপ করা হয়েছে।

ডেকান হেরাল্ড জানায়, অবৈধ অভিবাসীদের যেকোনো দখলকৃত এলাকা থেকে অপসারণের জন্য প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। জনস্বাস্থ্য বিভাগের প্রতি জন্ম সনদ প্রদান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তার বিরুদ্ধে বাংলাদেশবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই ভারতের প্রতি আনুষ্ঠানিক নোট পাঠিয়েছে। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে আলাপ-আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়