Search
Close this search box.

বুধবার- ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা: খরচ কমলো প্রায় ১ লাখ টাকা

২০২৫ সালের হজ কমলো প্রায় ১ লাখ টাকা

২০২৫ সালের হজে বাংলাদেশ থেকে অংশ নিতে ইচ্ছুক হজযাত্রীদের জন্য প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। মসজিদুল হারামের আশেপাশে ৩ কিলোমিটারের মধ্যে অবস্থান করতে চাইলে খরচ হবে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। অন্যদিকে, ১.৫ কিলোমিটারের মধ্যে বাড়ি নিতে চাইলে খরচ হবে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের জন্য খরচ নির্ধারিত হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এই প্যাকেজগুলো চূড়ান্ত করা হয়। ২০২৪ সালের তুলনায় এ বছর হজের খরচ কমেছে প্রায় ১ লাখ টাকা। ২০২৫ সালে হজ প্যাকেজের খরচ কমার পেছনে মূলত আন্তর্জাতিক পর্যায়ে ভ্রমণ খরচ এবং সেবামূল্যের পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হজযাত্রীর সংখ্যা বেশি হওয়ার কারণে খরচ কিছুটা কম রাখা সম্ভব হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

অতিরিক্ত সুযোগ সুবিধা:

সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীরা আরও কিছু বিশেষ সুবিধা পাবেন। এ বছরের প্যাকেজে উন্নতমানের বাসস্থান, পরিবহন এবং খাবার সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাছাড়া, বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন অপশন বেছে নিতে পারবেন।

হজ প্যাকেজ এবং কীভাবে আবেদন করবেন:

হজযাত্রীরা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী বছরের ৪ জুন চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। যারা সরকারি ব্যবস্থাপনায় যেতে ইচ্ছুক, তারা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

ইসলামিক ডেস্ক | দর্শক২৪.কম

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়