আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ২ হাজার ২১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ।
সবচেয়ে ভয়াবহ ক্ষতি হয়েছে পাকিস্তান সীমান্তঘেঁষা পার্বত্য কুনার প্রদেশে। দেশটির উপ-সরকারি মুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত জানিয়েছেন, সেখানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পে অসংখ্য ঘরবাড়ি ধসে পড়েছে। ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।