Search
Close this search box.

রবিবার- ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক ও দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখতে চায়: প্রণয় ভার্মা

ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক ও দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখতে চায়
প্রণয় ভার্মা

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিবাচক ও স্থিতিশীল পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, দুই দেশের অগ্রগতি, শান্তি এবং সমৃদ্ধি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

রাজধানীতে আয়োজিত একটি আলোচনাসভায় অংশ নিয়ে হাইকমিশনার বলেন, ভারত এবং বাংলাদেশ পরস্পরের ওপর নির্ভরশীল। রাষ্ট্রীয় রাজনৈতিক পরিবর্তনের প্রভাব ছাড়াই এই সম্পর্ক ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছাবে। দুই দেশের বহুমুখী সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে প্রণয় ভার্মা বলেন, বাণিজ্য, পরিবহন, জ্বালানি এবং জনগণের মধ্যে সংযোগের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। সম্প্রতি, নেপাল থেকে ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের একটি মাইলফলক।

বিমসটেক-এর আওতায় আঞ্চলিক একীকরণে ভারত-বাংলাদেশ সম্পর্ককে কেন্দ্রীয় ভূমিকা হিসেবে উল্লেখ করেছেন তিনি। দুই দেশের অংশীদারিত্ব শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, বরং সার্বিক সমৃদ্ধি নিশ্চিত করতে ভূমিকা রাখবে। হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, এই সহযোগিতা উভয় দেশের সাধারণ মানুষের জন্য উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়