
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ নিশ্চিত করেছেন যে, বাংলাদেশিদের শ্রমিক ও পর্যটন ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। তিনি আরও জানিয়েছেন, যে ওয়েবসাইট থেকে এই তথ্য ছড়ানো হয়েছে, সেটি সংযুক্ত আরব আমিরাত সরকারের সরকারি ওয়েবসাইট নয়।
গত ১৭ সেপ্টেম্বর “ইউএই ভিসা অনলাইন” নামে একটি ওয়েবসাইটে বাংলাদেশসহ ৯ দেশের ভিসা নিষিদ্ধ হওয়ার খবর প্রকাশিত হয়। খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সঙ্গে কথা বলা হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীকে সতর্ক করেছে।
নিউজটি পড়েছেন : ৬৫