বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ল্যান্ডমাইন বিস্ফোরণ: কেচ জেলার শেরবান্দিতে সেনাদের প্রাণহানি

beluchistan-landmine-blast
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কেচ জেলার শেরবান্দি এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্লিয়ারেন্স অভিযানের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচজন সেনা নিহত হয়েছেন। একই অভিযানে আইএসপিআরের বরাত দিয়ে জানা গেছে, ‘ভারত-সমর্থিত’ পাঁচজন সন্ত্রাসীও নিহত হয়েছেন। খবর প্রকাশ করেছে সামা টিভি।

হামাস নেতাদের টার্গেট, তবে কাতারে আর নয়: ট্রাম্পের ইঙ্গিত

 

আইএসপিআর জানিয়েছে, শেরবান্দি এলাকায় সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসের উদ্দেশ্যে অভিযান চলাকালীন সেনাদের গাড়ি ল্যান্ডমাইনে আঘাতপ্রাপ্ত হয়। নিহত সেনাদের মধ্যে রয়েছেন—ক্যাপ্টেন ওয়াকার আহমদ (লোরালাই), নায়েক আসমাতুল্লাহ (ডেরা গাজী খান), ল্যান্স নায়েক জুনায়েদ আহমদ (সুক্কুর), ল্যান্স নায়েক খান মোহাম্মদ (মারদান) এবং সিপাহী মোহাম্মদ জাহুর (সোয়াবি)।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র গত এক সপ্তাহে খাইবার পাখতুনখোয়ার অভিযানগুলোতে অন্তত ১৯ সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং এই অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়