শনিবার- ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

“শিগগিরই ক্ষমা চাইবে ভারত”— ভবিষ্যদ্বাণী মার্কিন বাণিজ্যমন্ত্রীর

bharat-usa-banijyo-sulkho-birodh
ছবি সংগৃহীত

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তপ্ত আকার ধারণ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন সতর্ক করেছে, আমেরিকার শর্ত না মানলে ভারতীয় রপ্তানিতে বসতে পারে ৫০ শতাংশ শুল্ক।

শুল্কের হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে নারাজ ভারত। বরং চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে মোদি সরকার। এতে ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ভবিষ্যদ্বাণী করেছেন, রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি অব্যাহত রাখলে এক থেকে দুই মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে ভারত।

শনিবার ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন সংবাদমাধ্যমকে লুটনিক বলেন, শেষ পর্যন্ত নিজেদের ব্যবসার স্বার্থে ভারত আলোচনায় বসবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতা করবে।

এর আগে শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প মন্তব্য করেন, ‘ভারত ও রাশিয়াকে আমরা চীনের কাছে হারিয়েছি বলে মনে হচ্ছে।’ এরপরই ভারতকে সতর্ক করেন লুটনিক। তিনি জানান, যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে ভারতীয় রপ্তানি পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

লুটনিক আরও বলেন, ভারত বাজার খুলবে না, রাশিয়ার তেল কেনা থামাবে না, ব্রিকস থেকেও সরে আসবে না। তবু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই সমর্থন করতে হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়