
চীন নতুন ফেংইয়ুন-৩০৮ সিরিজের আবহাওয়া উপগ্রহটি সফলভাবে মহাকাশে প্রেরণ করেছে। শনিবার ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়।
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, লং মার্চ-৪সি রকেটের মাধ্যমে উপগ্রহটি ভোর ৩টা ২৮ মিনিটে কক্ষপথে প্রবেশ করে। ফেংইয়ুন-৩০৮ মূলত আবহাওয়া পূর্বাভাস, বায়ুমণ্ডলীয় রাসায়নিক বিশ্লেষণ এবং জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণে ব্যবহৃত হবে। এটি সূর্য-সমলয় কক্ষপথে ঘুরবে, যা বৈশ্বিক পর্যবেক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপগ্রহটিতে মোট নয়টি উন্নত রিমোট সেন্সিং যন্ত্র সংযোজিত হয়েছে, যার মধ্যে রয়েছে—মাঝারি রেজোল্যুশনের স্পেকট্রাল ইমেজার, ইনফ্রারেড হাইপারস্পেকট্রাল বায়ুমণ্ডলীয় ডিটেক্টর এবং মাইক্রোওয়েভ ইমেজার। এই প্রযুক্তি সমন্বয়ের মাধ্যমে ফেংইয়ুন-৩০৮ প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) বিস্তৃত এলাকায় গ্রিনহাউস গ্যাসসহ বিভিন্ন বৈশ্বিক উপাদান পর্যবেক্ষণ করতে পারবে।
ফেংইয়ুন-৩০৮ আরও দুটি ফেংইয়ুন সিরিজের উপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে একটি বৈশ্বিক পর্যবেক্ষণ নেটওয়ার্ক গঠন করবে। এই নেটওয়ার্কের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাসের ডেটা আপডেটের সময় কমে চার ঘণ্টা হবে। ফলে পূর্বাভাসের সময়সীমা প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত বাড়ানো সম্ভব হবে এবং দুর্যোগ পর্যবেক্ষণের দক্ষতাও প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাবে।
এই উৎক্ষেপণ চীনের লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৯৬তম সফল মিশন। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি চীনের সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে দেবে।